যেকোনো দুর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত : ডা. এনাম
যেকোনো দুর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
আজ বুধবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আয়োজিত সেমিনারে যোগ দিয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। এ সরকারের আমলেই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।’
সেমিনারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।