রাজধানীতে বারিন্দ মেডিকেল কলেজ পরিচালকের মৃত্যু

রাজধানীতে রাজশাহী মহানগরের বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক এস এম এ রশিদ ডলারের (৬০) মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পল্টনের তোপখানা রোডে অবস্থিত হোটেল এশিয়ার কক্ষ থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এস এম এ রশিদ ডলারের বাড়ি রাজশাহীর রাজপাড়ার লক্ষ্মীপুর গ্রামে।
এস এম এ রশিদ ডলারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিগত গাড়িচালক মো. আরিফ জানান, তাঁকে নিয়ে গত শনিবার বিকেল ৫টায় রাজশাহী থেকে ব্যক্তিগত কাজে ঢাকায় আসেন এস এম এ রশিদ।
হোটেল এশিয়ার কর্মকর্তা নাঈম আহমেদ জানান, হোটেলের ৯০৭ নম্বর কক্ষে ওঠেন এস এম এ রশিদ ডলার। পাশের আরেকটি হোটেলে ওঠা গাড়িচালক মো. আরিফ আজ সোমবার সকাল ১০টার দিকে হোটেল এশিয়ায় এসে এস এম এ রশিদকে ডাকতে থাকেন। কোনো সাড়াশব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ দরজা খুলে তাঁকে বিছানায় শোয়া অবস্থায় দেখতে পায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
এস এম এ রশিদ স্ট্রোক করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হোটেলে হওয়ায় মৃতদেহের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।