রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত, আহত ৩
রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিক (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি একটি গরুর খামারে কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
শুক্রবার বিকেলে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘শুধু রফিক নন, যাত্রাবাড়ী কাজলা এলাকায় নির্মাণাধীন এক ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও তিন শ্রমিক আহত হয়।’
বাচ্চু মিয়া বলেন, ‘শুক্রবার বেলা ১১টার দিকে খিলগাঁও দক্ষিণ বনশ্রী মেরাদিয়া বাজার এলাকায় একটি গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিক আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢামেকে আনা হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বাচ্চু মিয়া বলেন, ওই খামারে রফিকের বাবাও কাজ করছিলেন। রফিক বৈদ্যুতিক সুইচ অন করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া যাত্রাবাড়ী এলাকায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় আহত তিনজনকে ঢামেকে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন ভালো আছেন। তারা হলেন রুম্মান (২০), মিজান (১৮) ও ফয়সাল (১৭)।