রাজধানীতে মই থেকে পড়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
রাজধানীতে মই থেকে পড়ে মাইনুদ্দিন ওরফে মাইনু (৩০) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১টার দিকে যাত্রাবাড়ীর সামাদ নগর এলাকার একটি পাইপ ফ্যাক্টরিতে এই দুর্ঘটনা ঘটে। বিকেলে ঢাকা মহানগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এমন তথ্য জানিয়েছেন।
ফ্যাক্টরিটির ঠিকাদার মোহাম্মদ জাকির হোসেনের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, ‘ফ্যাক্টরির টিনের চালায় মইয়ে দাঁড়িয়ে লোহার অ্যাঙ্গেল ফিটিংয়ের কাজ করতে ওঠার পরেই অসাবধানতাবশত নিচে পড়ে যান মাইনু। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বাচ্চু মিয়া বলেন, ‘আমরা মাইনুর সম্পূর্ণ পরিচয় বলতে পারব না। শুধু শুনেছি তার বাড়ি বরিশাল। রাজধানীর শনির আখড়া এলাকায় থাকতেন তিনি। ফোনে যোগাযোগ করা হয়েছে, তার পরিবারের লোকজন আসবেন বলে জানিয়েছেন।’
বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।