রাজধানীতে লন্ডন প্রবাসীর বাসায় চুরি : মূলহোতাসহ গ্রেপ্তার ৩
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/29/arrest-01.jpg)
রাজধানীর ধানমণ্ডিতে এক লন্ডন প্রবাসীর বাসায় চুরির ঘটনায় মূলহোতাসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় চুরিতে ব্যবহৃত সরঞ্জামাদিসহ চুরির আলামত উদ্ধার করা হয়। র্যাবের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাবের মিডিয়া সেন্টারে আজ শনিবার দুপুর ২টার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ব্রিফিং করবেন বলেও জানানো হয়েছে।
রাজধানীর ধানমণ্ডির একটি পাঁচতলা ভবনের তিন তলায় গত বুধবার ভোরের দিকে একটি কক্ষের গ্রিল ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি করে চোরেরা। ঘটনার কয়েক ঘণ্টা পর সিসিটিভিতে চুরির দৃশ্য দেখেন ফ্ল্যাটের মালিক। চুরি ঘটনার সময় ওই ফ্ল্যাটের নিরাপত্তাকর্মী আফাজ ঘুমিয়ে ছিলেন। তাই তিনি কিছু শুনতে পাননি। পরে দুপুর ১টার দিকে ফ্ল্যাট মালিক একরামুল বাসার নিরাপত্তাকর্মীকে চুরির ঘটনা সম্পর্কে জানালে থানায় অভিযোগ করেন আফাজ।