রাজধানীর বারিধারার বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বারিধারার ছয়তলা ভবনে আগুন। ছবি : ফোকাস বাংলা
রাজধানীর বারিধারার একটি ছয়তলা ভবনের পাঁচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে লাগা আগুন সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
রোববার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য জানিয়েছেন।
রোজিনা আক্তার বলেন, ‘বারিধারার জে ব্লকের ৫ নম্বর রোডের একটি ৬তলা ভবনের পাঁচতলায় আগুনের সূত্রপাত। তবে, কি কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক, সেটা জানা যায়নি।’
রোজিনা আক্তার বলেন, এ ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ যেমন জানা যায়নি, তেমনি হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।