রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত
রাজধানীর বিভিন্ন এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে আদায় হয়েছে ঈদুল ফিতরের জামাত। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে প্রধান জামাত। আজ শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জামাত শুরু হয়ে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মোনাজাতে মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। এ ছাড়া পাড়া-মহল্লায় অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলির মধ্য দিয়ে ফুটে ওঠে সৌহার্দ্য-সম্প্রীতি।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত শুরু হয় সকাল ৭টায়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন একই মসজিদের মুয়াজ্জিন মো. ইসহাক। ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে ইমাম বিশেষ খুতবা দেন। এরপর মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রথম জামাত। পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়।
আজ সকাল সাড়ে ৮টায় মোহাম্মদপুর শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত শুরু হয়। এর আগ থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে ভরে ওঠে মসজিদ প্রাঙ্গণ।
শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ ছাড়াও তৎসংলগ্ন বাইতুল ফালাহ জামে মসজিদ, লালমাটিয়া শাহী মসজিদ কমপ্লেক্স, মানিকনগরের বাইতুল মামুর ও মসজিদুল বাইতুল হারামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।