শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ জুন) সকাল ৯টার দিকে এ ময়দানের ১৯৭তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ জামাত পরিচালনা করেন স্থানীয় বড় বাজার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হিফজুর রহমান খান। এ মাঠের রীতি অনুযায়ী জামাত শুরুর ১০ মিনিট আগে তিনটি, পাঁচ মিনিট আগে দুটি ও এক মিনিটি আগে একটি বন্দুকের গুলি ছুড়ে মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করা হয়। জামাত ও খুতবা শেষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
ঈদ জামাতে দূর-দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল রেল কর্তৃপক্ষ। এর মধ্যে একটি ট্রেন ছেড়ে আসে ময়মনসিংহ থেকে এবং অপরটি ছেড়ে আসে ভৈরব থেকে। জামাত শেষে ট্রেন দুটি যাত্রী নিয়ে ময়মনসিংহ ও ভৈরবে ফিরে যায়।
শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, কোরবানির আনুষ্ঠানিকতা সংক্রান্ত ব্যস্ততার কারণে ইদুল ফিতরের তুলনায় এই ঈদে মুসল্লিদের অংশগ্রহণ কম থাকে।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, জামাত নির্বিঘ্ন করতে মুসল্লিদের নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।