রাজধানী ফাঁকা, শুধু বের হওয়ার পথে যানজট
আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে ইতোমধ্যে রাজধানীবাসী প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য গ্রামে চলে গেছেন। তবে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন গার্মেন্টস ও কিছু বেসরকারি প্রতিষ্ঠান ছুটি হওয়ায় আজ শুক্রবার (২১ এপ্রিল) সকাল থেকে রাজধানীর মানিকনগর, কমলাপুর, টিকাটুলি, হানিফ ফ্লাইওভার, যাত্রাবাড়ী, গুলিস্তান, মহাখালীতে তীব্র যানজট দেখা গেছে।
মানিকনগরে ইকোনো পরিবহণের যাত্রী সামসুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল অফিস শেষ হয়েছে। তাই আজ সকাল সকাল রওনা দিয়েছি। কিন্তু রাজধানী ফাঁকা হলেও বের হওয়ার পথগুলোতে অনেক জ্যাম। অনেকক্ষণ ধরে বাসে আছি। কখন যেতে পারবে জানি না। তবে ঈদের আনন্দের কাছে এই জ্যাম কিছুই না।’
সরেজমিনে ঘুরে আজ ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত রাজধানীর গুলিস্তান থেকে সদরঘাট, গুলিস্তান থেকে সায়েদাবাদ-যাত্রাবাড়ী, মহাখালী এবং উত্তরা ও গাবতলীতে ঘুরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
ঢাকা থেকে গোল্ডেন লাইন পরিবহণে ফরিদপুরে ঈদ করতে যাচ্ছেন নাহিদ। তিনি বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠান গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত খোলা ছিল। গতকাল কর্মচারীদের বেতন বোনাস দেওয়া হয়েছে। তাই আজ পরিবার নিয়ে যাচ্ছি বাড়িতে। কিন্তু ফ্লাইওভারে অনেক গাড়ির চাপের কারণে আটকে আছি। একসঙ্গে অনেক মানুষ বাড়ি যাওয়ার কারণে চাপ বেড়েছে। তবুও ঈদের আনন্দটাই বেশি।’
এদিকে, গাড়ির টিকেটের জন্য বিভিন্ন কাউন্টারে অপেক্ষা করছেন অনেকে। তাদেরই একজন মোহাম্মদ সাইমন জানান, আজ সকালে মিরপুর থেকে এসেছেন তিনি, ঈদ করতে যাবেন চট্টগ্রাম। তিনি বলেন, ‘আজ মনে হয়েছিল রাস্তা ফ্রি পাব, তাই বুধবার যাইনি। তবে আজ টিকেট পেলেও গাড়ি পাইনি, টিকেট কেটে বসে আছি।’
সাইমন আরও বলেন, ‘কাউন্টার থেকে বলেছে ১২টার পরে গাড়ি আছে। এখন পরিবার নিয়ে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে ঈদের আনন্দের কাছে এই কষ্ট কিছুই না। চট্টগ্রামে বাবা-মা আমাদের অপেক্ষায় আছেন। তাদের নিয়ে ঈদ উদযাপন করতে পারলেই খুশি।’