রাজবাড়ীতে আগুনে পুড়ে একই পরিবারের দুই জনের মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ আনছার ব্যাপারীপাড়ায় একটি বসতবাড়িতে আগুনে পুড়ে একই পরিবারের এক বৃদ্ধা এবং এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মৃতরা হলেন- রুকমান মোল্লার স্ত্রী বরু বিবি (৯২) এবং রমজান মোল্লার মেয়ে তাছমিয়া (৭)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘বৈদ্যুতিক শট সার্কিট থেকে বসতঘরে এই আগুনের সূত্রপাত হতে পারে। পরে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ হলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে, ঘরের ভেতরে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা বেড়িয়ে এলেও বরু বিবি এবং তাঁর নাতির মেয়ে তাছমিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা যান।’
ওসি স্বপন বলেন, ‘খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।’