রাজবাড়ীতে পদ্মার ভাঙনে হুমকিতে ফেরিঘাটসহ নানা স্থাপনা
পদ্মা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদীভাঙন দেখা দিয়েছে দেশের দক্ষিণবঙ্গের গেটওয়ে হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। ভাঙনে দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাট এলাকার একটি মসজিদসহ কয়েকটি বসতবাড়ী নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে রয়েছে ফেরিঘাটসহ আরও অর্ধশত বসতবাড়ি ও নানা স্থাপনা।
দ্বিতীয় দফায় আজ সোমবার থেকে পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের সিদ্দিক কাজীপাড়া এলাকায় এই ভাঙন শুরু হয়।
নদীভাঙনের কবলে পড়ে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত একটি মসজিদসহ অন্তত পাঁচটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়।
এলাকাবাসী ভাঙন আতঙ্কে সরিয়ে নিয়েছে প্রায় অর্ধশত বসতবাড়িসহ নানা স্থাপনা। আরও ভাঙনের হুমকিতে রয়েছে দৌলতদিয়ার ৩, ৪ ও ৫ নম্বর ফেরিঘাটসহ অর্ধশতাধিক ঘরবাড়ি।
এদিকে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ফেরিঘাট এলাকায় কাজ শুরু করেছে দৌলতদিয়ার স্থানীয় বিআইডব্লিউটিএ।