রাজশাহীর টিভি জার্নালিস্টদের নতুন নেতৃত্ব নির্বাচিত
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএর দ্বি-বার্ষিক নির্বাচনে মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট মাইনুল হাসান জনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরেন্দ্র কলেজে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের ৪০ জন ভোটারের মধ্যে ৩৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আরটিজেএর সাত সদস্যের নির্বাহী কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি আরটিভির স্টাফ রিপোর্টার আমির ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের ক্যামেরাম্যান মেহেদী হাসান, অর্থ সম্পাদক মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান রুবেল এবং সদস্য পদে দীপ্ত টেলিভিশনের ক্যামেরাপারসন রফিকুল ইসলাম ও জিটিভির ক্যামেরাম্যান রবিউল ইসলাম খোকন।
নির্বাচনে সভাপতি ও অর্থ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কমিটিতে সহসভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে চারজন, যুগ্ম সম্পাদক পদে দুজন এবং দুটি সদস্য পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রাজশাহীর সিনিয়র সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান খান। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ দায়িত্ব পালন করেন। নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন এনটিভির সিনিয়র রিপোর্টার শ. ম সাজু।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. লুৎফর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, বিএফইউজের সাবেক সহসভাপতি মামুন অর রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান নির্বাচন পরিদর্শন করেন।
সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার আরটিজেএর সদস্য, বরেন্দ্র কলেজ কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।