রাজশাহীর দুটিতে আ.লীগ ও একটিতে বিদ্রোহী নির্বাচিত
রাজশাহীর তিনটি পৌরসভার মধ্যে দুটিতে আওয়ামী লীগের এবং অপর একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল গণনা করা হয়। রাজশাহীর আড়ানী ও কাকনহাট পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। আর ভবানীগঞ্জ পৌরসভায় ব্যালটে ভোট হয়।
এর মধ্যে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের আব্দুল মালেক মণ্ডল সাত হাজার ৩৯৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলে বিদ্রোহী প্রার্থী এস এম মামুনুর রশীদ পেয়েছেন দুই হাজার ৬৯৯ ভোট এবং বিএনপির আব্দুর রাজ্জাক প্রামাণিক পেয়েছেন এক হাজার ৯৬ ভোট।
বিএনপির আব্দুর রাজ্জাক প্রামাণিক নিজের ভোট দিতে বাধা এবং কোনো কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ এনে সকাল সাড়ে ১০টায় নির্বাচন বর্জন করেন।
জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভায় আওয়ামী লীগের আতাউর রহমান খান পাঁচ হাজার ৫৮৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম বিএনপির হাফিজুর রহমান পেয়েছেন পাঁচ হাজার ১২২ ভোট।
বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মো. মুক্তার আলী। তিনি মোট পাঁচ হাজার ৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম আওয়ামী লীগের প্রার্থী শহীদুর রহমান শহীদ পেয়েছেন চার হাজার ৩০০ ভোট।
আড়ানী পৌরসভার জয়গুন নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।