রাজশাহী বিভাগীয় পরিবহণ ধর্মঘট প্রত্যাহার
রাজশাহী বিভাগীয় মালিক সমিতির ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার বিকেল তিনটায় বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেয় সমিতি।
রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদ সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব গণমাধ্যমকে জানান, দাবির অধিকাংশই প্রশাসন মেনে নিয়েছে। এজন্য সন্ধ্যা ৬টা থেকে সব জেলায় বাস চলাচল শুরু করবে। বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ১ ডিসেম্বর ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগে যাত্রী পরিবহন ধর্মঘট ডাকা হয়।