রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

আইজিপি ড. বেনজীর আহমেদ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ মসজিদে। ছবি : এনটিভি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ মসজিদে। আজ শুক্রবার সকাল ৮টায় তিনি নামাজ আদায় করেন।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ শাখার এআইজি (মিডিয়া) সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুধু আইজিপি নয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত ঈদের জামাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ মুসল্লি সেখানে নামাজে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে চলমান অতিমারি থেকে বাংলাদেশের জনগণ এবং সমগ্র বিশ্বের মানুষকে রক্ষা করার জন্য মহান আল্লাহতালার রহমত কামনা করে বিশেষ মোনাজাত এবং দোয়া করা হয়। মোনাজাতে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।