রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য ফেরত নেবে রাশিয়া
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বর্জ্য রাশিয়া অন্য দেশে নিয়ে ধ্বংস করবে। এমন শর্ত যুক্ত করে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
সচিব বলেন, রাশিয়ার অর্থায়নে এ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শেষ হওয়ার পর পরই বিদ্যুৎকেন্দ্রটি একটি নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি পরিচালনা করবে। রাশান ফেডারেশনের সঙ্গে স্বাক্ষরকৃত মূল চুক্তির অধীনে বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীদের প্রশিক্ষণ চলছে।
সচিব বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কোনো অভিজ্ঞতা নেই। ফলে এই বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম শুরুর পর থেকে রাশান ফেডারেশনের সহযোগিতা আমাদের দরকার হবে।
এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে ভারতের সঙ্গে সম্পাদিত নৌ ট্রানজিট চুক্তির প্রটোকল সংশোধনের প্রস্তাবও অনুমোদন হয়। এর ফলে ভারত আমাদের পানগাঁও নদীবন্দর ব্যবহারের সুবিধা পাবে। আমরাও ভারতের ধুবরি নদীবন্দর ব্যবহারের সুবিধা পাব।