লক্ষ্মীপুরে আ.লীগনেতার বিরুদ্ধে সাবেক ছাত্রলীগনেতাকে মারধরের অভিযোগ
লক্ষ্মীপুরে আওয়ামী লীগনেতা আবুল কাশেম জিহাদি তাঁর অনুসারীদের নিয়ে সাবেক ছাত্রলীগনেতা রাকিব ইমামকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার কায়কোবাদ অডিটরিয়ামে এ ঘটনা ঘটে। ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা চলাকালে উপস্থিত নেতাকর্মীদের সামনে প্রকাশ্যে রাকিবকে মারধর করা হয়। যদিও সব ঘটনা অস্বীকার করেছেন আবুল কাশেম। একইসঙ্গে পুলিশও কোনো অভিযোগ পাইনি বলে জানিয়েছে।
জানা গেছে, আহত রাকিবকে সন্ধ্যায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাকিব জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের রফিক উল্যার ছেলে। তাঁকে দেখতে হাসপাতালে যান জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া।
অভিযুক্ত কাশেম জিহাদী চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
আহত ছাত্রলীগনেতা রাকিব ইমাম জানান, ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ২৭ ডিসেম্বর। এ উপলক্ষে আজ বিকেলে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেখানে তিনিও অংশগ্রহণ করেন। হঠাৎ কোনো কারণ ছাড়াই অনুসারীদের নিয়ে আওয়ামী লীগনেতা কাশেম জিহাদি এসে তাঁকে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে তাকে অডিটরিয়াম থেকে বের করে দেওয়া হয়।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব বলেন, ‘রাকিবকে কাশেম জিহাদি মারধর করেছেন। আমরা সেখানে ছিলাম। পরে রাকিবকে সরিয়ে দিয়েছি। জেলা ছাত্রলীগের নেতাদের বিষয়টি জানানো হয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত আবুল কাশেম জিহাদী বলেন, ‘ছাত্রলীগের প্রস্তুতি সভাতে আমি ছিলাম। তবে কাউকে মারধর করিনি।’
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হাতাহাতি হয়েছে বলে শুনেছি। মারধরের ঘটনা শুনিনি। এ ঘটনায় কেউ অভিযোগও করেনি।’