লক্ষ্মীপুরে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
লক্ষ্মীপুরে মোবাইল ফোনের সিম নিয়ে ঝগড়ার পর স্বামীর সঙ্গে অভিমান করে সানজিদা সুলতানা (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মা ও বোনকে নামাজের কথা বলে দরজা বন্ধ করে নিজ শয়নকক্ষে আত্মহত্যা করে সানজিদা।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দিনগত রাত ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের লাহারকান্দি এলাকার মাস্টার কলোনির রোজ ভিলা (ভাড়া বাসা) থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় সানজিদার লাশের পাশে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
নিহত সানজিদা সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী রাজন হোসেনের স্ত্রী। তাদের সংসারে ৪ বছরের ছেলে রয়েছে। ছেলেকে নিয়ে সানজিদা লক্ষ্মীপুর পৌরসভার মাস্টার কলোনিতে ভাড়া বাসায় থাকে। প্রায় দেড় মাস আগে রাজন মালয়েশিয়া থেকে লক্ষ্মীপুর আসেন।
পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে মোবাইল ফোনের একটি সিম নিয়ে রাজন ও তার স্ত্রী সানজিদার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলেকে নিয়ে রাজন বাসা থেকে বের হয়ে যায়। এরপর তারা বাসায় ফেরেনি। বাসায় সানজিদার মা আসমা বেগম ও ছোট বোন ছিল। এশার সময় মা ও বোনকে নামাজের কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করে দেয়। কিছু সময় অতিবাহিত হলেও দরজা না খোলায় সন্দেহ হয়। পরে জানালা দিয়ে সানজিদার ঝুলন্ত লাশ দেখা যায়৷ ছেলেকে নিয়ে বের হয়ে যাওয়ার পর স্বামীর বাড়িতে না ফেরার অভিমানে সানজিদা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
সানজিদার মা আসমা বেগম বলেন, মোবাইল সিম নিয়ে ঝগড়ার পর ছেলেকে নিয়ে ঘোরার জন্য রাজন বাসা থেকে বের হয়। রাত বাড়তে থাকলেও তারা ফিরে আসেনি। পরে সানজিদা নামাজের কথা বলে নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে আত্মহত্যা করেছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশকান্তি নাথ বলেন, পারিবারিক কলহে গৃহবধূ আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।