লাজ ফার্মায় মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ, চারজন আটক
মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে লাজ ফার্মার রাজধানীর কাকরাইল শাখা থেকে চারজনকে আটক ও ২০ লাখ টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) ভ্রাম্যমাণ আদালত।
আটককৃতরা হলেন মো. আমিরুল ইসলাম, মো. আল মামুন. মো. মামুনুর রশিদ ও মৃধা সরকার। তারা ওই শাখার ব্যবস্থাপনার দায়িত্বে আছেন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে লাজ ফার্মার ওই শাখায় অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন অনেক বিদেশি ওষুধ ও ইজনকশনের সন্ধান পাওয়া যায়। এসব ওষুধ আমদানির বিষয়ে কোনো অনুমতি বা রাজস্ব পরিশোধের কোনো কাগজ দেখাতে পারেনি লাজ ফার্মার কর্মকর্তারা।
সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অনুমোদনহীনভাবে এসব ওষুধ আমদানি করা হয়েছে বলে জানান অভিযান পরিচালনাকরী নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
এ ছাড়া মেয়াদ উত্তীর্ণ বিপুল ওষুধও এ সময় জব্দ করা হয়। বেশ কিছুদিন ধরে লাজ ফার্মার কাকরাইল শাখা থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পলাশ কুমার বসু আরো বলেন, ‘ওষুধ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে চারজনকে আটক করা হয়েছে। প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন, ‘যদি আরো মেয়াদ উত্তীর্ণ বা অনুমোদনহীন ওষুধ পাওয়া যায় তবে লাজ ফার্মার এই শাখা সিলগালা করে দেওয়া হতে পারে।’