লোহাগাড়ায় ১৩ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৬
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবা একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এই দুই ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার ও আজ মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফের হৃীলা দারকাপাড়া এলাকার সাইফুল ইসলাম (২৩), বোয়ালখালীর চরখিজিরপুর এলাকার জাবেদ হোসেন (২২) ও কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের সৈয়দ উল্লাহ (৩২) ও লোহাগাড়া উপজেলার কলাউজান ইউপির ফেরদৌস আলম (৩২), কক্সবাজার সদরের আমির হেসেন (৪০) ও চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার মোহাম্মদ সৈকত (২২)।
পুলিশ জানায়, লোহাগাড়া চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর আজ সকাল ৮টার দিকে অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
এছাড়া গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একই স্থানে অভিযান চালিয়ে পাঁচ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
আসামিদের মধ্যে পাঁচজনকে আজ আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে সৈকত নামের একজন হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন ওসি জাকের হোসাইন মাহমুদ।