শরীয়তপুরে পাঁচ কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
দ্বিতীয় ধাপে শরীয়তপুর পৌরসভা নির্বাচনে পাঁচ কাউন্সিলর পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন জানান, আজ মঙ্গলবার শরীয়তপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। আজ ওয়ার্ড কাউন্সিলর পদে পাঁচজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন ১ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম, ৫ নম্বরের আলী হোসেন তালুকদার, রায়হান হোসেন সুমন, ৬ নম্বরের সুমন আকন্দ, ৭ নম্বর ওয়ার্ডের শোভা রানী দাস।
এ পৌরসভায় মেয়র পদে চারজন, নয়টি ওয়ার্ডে কাউন্সিলর (সাধারণ সদস্য) পদে ৪৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ প্রার্থী।
মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট পারভেজ রহমান, বিএনপি মনোনীত জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও পৌরসভা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান ঢালী, জাতীয় পার্টির মনোনীত জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাহেদ সরদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে তানভির আহমেদ বেলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।