সামনে শক্তিশালী অদৃশ্য দেওয়াল অপেক্ষা করছে : তারেক রহমান
‘সামনে অসম্ভব শক্তিশালী একটি অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে। যেটি ভেদ করে যেতে অনেক কষ্ট হবে’ বলে নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (২৩ নভেম্বর) রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী চলা দলীয় নেতাকর্মীদের কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ নির্দেশনা দেন।
তারেক রহমান বলেন, বিএনপির নেতাকর্মীদের কাঁধের ওপর জনগণ আস্থা রেখেছে। এই কাঁধ থেকে আপনি তাদের সরিয়ে দিতে পারবেন না। এই কাঁধকে শক্তিশালী করতে হবে। আমাদের মধ্যে অনেকেই মনে করছেন সামনে নির্বাচনের ফাঁকা মাঠ। এই ভুল করবেন না।
তারেক রহমান আরও বলেন, পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার প্রতিনিয়ত দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, আর তাদের ষড়যন্ত্র যদি সফল হয়, তবে বিএনপির নেতাকর্মীদের নামে থাকা মামলাগুলো না উঠে জ্যামিতিক হারে বাড়বে। আর ষড়যন্ত্র নসাৎ করতে হলে আমাদের নেতাকর্মীদের সতর্ক হতে হবে। আমাদের টার্গেট একটাই হতে হবে, জনগণের সন্তুষ্টি অর্জন।
রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের সভাপতিত্বে এবং দলের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর মাহাদী আমিন, দলের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরা ও জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা।
কর্মশালায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন।
কর্মশালায় রাজশাহী বিভাগের আট জেলার বিএনপি নেতারা অংশ নেন। জেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততাবিষয়ক কর্মশালা সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী চলে।