শরীয়তপুরে শিশুকে ধর্ষণ-হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড
শরীয়তপুরের সখিপুরে শিশু লিজাকে (১১) ধর্ষণের পর হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া লাশ গুম করার অপরাধে আসামিদের সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস ছালাম মিয়া এ রায় দেন। এ সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সখিপুর সরদারকান্দি গ্রামের ফরিদ শেখ (৪০) ও জাকির শেখ (৩২)।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ছিলেন অ্যাডভোকেট ফিরোজ আহমেদ ও আসামিপক্ষে অ্যাডভোকেট শাহ আলম।
মামলার বিবরণে জানা যায়, সখিপুর সরদারকান্দি গ্রামের ফরিদ ও জাকির শেখ ২০১৭ সালের ১৭ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে টাকার প্রলোভন দেখিয়ে শিশু লিজাকে ধর্ষণ করেন। ধর্ষণের কথা বলে দেওয়ার ভয়ে লিজাকে হত্যা করে পাশের পাটক্ষেতে ফেলে রাখেন। পরে গলিত অবস্থায় শিশু লিজার মরদেহ উদ্ধার করে সখিপুর থানা পুলিশ। এ বিষয়ে শিশু লিজার বাবা লেহাজ উদ্দিন শেখ বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহ আলম বলেন, ‘লাশটি শিশু লিজারই ছিল কি না সেটা প্রমাণ হয়নি। পাশাপাশি ধর্ষণ প্রমাণিত হয়নি। তারপরও মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। আমার দৃষ্টিতে আইন অনুযায়ী বিচার হয়নি। আমরা উচ্চ আদালতে আপিল করব।’
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফিরোজ আহমেদ বলেন, ‘অর্থের প্রলোভন দেখিয়ে শিশু লিজাকে ধর্ষণের পর হত্যার দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উভয় আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ ও লাশ গুম করার অপরাধে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এ রায়ের ফলে সমাজ ধর্ষণ ব্যাধি থেকে মুক্ত হবে। আদালতের যুগোপযোগী এই আদেশে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’