শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/10/ctg-airport.jpg)
ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ অনেকটা দুর্বল হয়ে যাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে উড়োজাহাজের ওঠানামা শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক এয়ার কমোডর সরোয়ার ই জাহান এনটিভি অনলাইনকে বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের ঝুঁকি না থাকায় আজ রোববার সকাল ৮টা থেকে শাহ আমানত বিমানবন্দরের সব কার্যক্রম শুরু করা হয়েছে।
ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল সাড়ে ৮টায় অবতরণ করার কথা রয়েছে বলেও জানান এয়ার কমোডর সরোয়ার ই জাহান। গতকাল শনিবার বিকেল ৪টা থেকে বিমানবন্দরে সব উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়েছিল।
এদিকে ঢাকাস্থ আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, ঘূর্ণিঝড়টি এর কেন্দ্রের মধ্যে ঘণ্টায় ৫ থেকে ৮ কিলোমিটার বেগে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি আরো দুর্বল হয়ে বাংলাদেশ অতিক্রম করতে পারে রোববার বিকেল নাগাদ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ থেকে ১০০ কিলোমিটার।
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বইছে দমকা ও ঝড়ো হাওয়া। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে। ৪ থেকে ৫ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। তবে, ঘূর্ণিঝড়টির শক্তি কমে যাওয়ায় ক্ষয়-ক্ষতি কম হবে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।