শিক্ষাপ্রতিষ্ঠান চলমান থাকবে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান চলমান থাকবে। তবে ছাত্রছাত্রীদের হাত ধোয়ার কর্মসূচিও চলমান থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানে। শিক্ষা মন্ত্রণালয় অবস্থা বুঝে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করবে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের আতংকিত না হওয়ার আহ্বান জানান তিনি।
আজ সোমবার বিকেলে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব বথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষের অনুষ্ঠান সীমিত করার সিদ্ধান্ত দিয়েছেন।
গতকাল রোববারই দেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি মুজিববর্ষের মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় কাটছাঁট করা হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এক সংবাদ সম্মেলনে জানায়, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে দুজন ইতালি ফেরত। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
চীন থেকে উৎপত্তি হওয়া নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৮৩০ জনে। ওয়র্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ১০ হাজার ৭১ জন। যাদের মধ্যে সুস্থ্ হয়ে উঠেছেন ৬২ হাজার ২৮০ জন।
করোনাভাইরাস নিয়ে এই আতঙ্কের মধ্যেই সচিবালয়ে আজ এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও বলেছেন, ‘এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণ করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।’
এই অবস্থার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার কথা বললেন। এ সময় জাহিদ মালেক আরো বলেন, ‘সামাজিক ও ধর্মীয় সমাবেশ ও জমায়েত না করার জন্য সবার প্রতি অনুরোধ করছি। ক্রিকেট খেলা দেখতে দর্শক যাতে স্টেডিয়ামে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে।
করোনাভাইরাসে মৃত্যুর হার ২ থেকে ৩ শতাংশ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘ইবোলায় মৃত্যুর হার ৯০ শতাংশ। সারা বিশ্বে ১০২টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিদেশ থেকে যাতে কেউ না আসে সে বিষয়ে সচেতন থাকতে হবে। ইরান, ইতালি, চীন ও কোরিয়ার অন-অ্যারাইভাল ভিসা ইস্যু বন্ধ করা হয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘বিশ্ব ব্যাংক করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে।’ এ সময় দেশের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।