শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী যান চলবে : প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে।’
আজ শনিবার বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে শিমুলিয়া ঘাট সংলগ্ন কুমারভোগ এলাকায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে ভাঙন শুরু হয়। এতে ফেরিঘাটে আবার ভাঙনের কবলে পড়তে পারে এমন আশঙ্কায় রাত ৮টা থেকে সব ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডডব্লিউটিসি কর্তৃপক্ষ।
আজ শনিবার বিকেল ৬টার দিকে ২২ ঘণ্টা পর সীমিত আকারে ফেরি চলাচল শুরু করা হয় বলে জানান শিমুলিয়া বিআইডব্লিউটিসি সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্য চৌহান।
প্রতিমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।