শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে আট ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশের সাত ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে গতকাল রোববার রাত পৌনে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। পরে আজ ভোর সাড়ে ৫টার দিকে চলতে শুরু করে ফেরি।
জানা যায়, তীব্র স্রোতের কারণে রোববার সন্ধ্যার পর থেকে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই নদীপথটিতে চালকদের ফেরি চালাতে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। ফলে সন্ধ্যায় যেসব ফেরি জাজিরা প্রান্তের সাত্তার মাদবর–মঙ্গলমাঝির ঘাটে গিয়েছিল, সেগুলো শিমুলিয়ায় ফেরার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসিসূত্রে জনা যায়, নদীর পানি ও স্রোত কমলে আজ ভোরে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ গতকাল রাতে জানিয়েছিলেন, কয়েকদিন ধরে পদ্মা নদীতে তীব্র স্রোত চলছে। সন্ধ্যার পর থেকে স্রোতের সেই তীব্রতা বাড়তে থাকে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে।