শিমুলিয়াঘাটে বেড়েছে যাত্রীদের চাপ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/07/doulodia_ghat.jpg)
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটে আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। ফেরি ও ট্রলারে গাদাগাদি করে যাত্রীরা ছুটে আসছে দক্ষিণবঙ্গ থেকে। তারা মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়াঘাটে আসছে। যাত্রীদের বেশির ভাগই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, প্রতিদিনই এ নৌপথ দিয়ে যাত্রীরা শিমুলিয়াঘাটে ছুটে আসছে। বৃহস্পতিবার একাদশ দিনের মতো যাত্রীদের চাপ লক্ষ করা গেছে। সকালের দিকে রো-রো ফেরি শাহ পরান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ফেরি কুমিল্লা কাঁঠালবাড়িঘাট থেকে যাত্রীবোঝাই করে ছেড়ে আসে শিমুলিয়াঘাটে। ফেরিগুলোতে জরুরি সেবার যানবাহন ছাড়াও অসংখ্য যাত্রী ছিল। ফেরি ছাড়াও ট্রলারে করে পদ্মা পাড়ি জমাচ্ছে যাত্রী সাধারণ। ট্রলারগুলো শিমুলিয়াঘাটের বাইরে পদ্মার তীরে নোঙর করছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, সকাল থেকে সীমিত আকারে ফেরি চলাচল করছে। ফেরির পাশাপাশি ট্রলারে করে কাঁঠালবাড়ি ঘাট থেকে যাত্রীরা শিমুলিয়াঘাটে আসছে। এদের বেশির ভাগই শ্রমিক।