‘শীতে মানুষের কষ্ট লাঘবে কাজ করছে সরকার’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/04/nilfamari-.jpg)
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘জানুয়ারি মাস থেকে তিনটি শৈত্য প্রবাহ হতে পারে বলে আহাওয়া দপ্তর জানিয়েছে। আবহাওয়ার এই বার্তা পেয়ে উত্তরাঞ্চলে শীতার্তদের পাশে এসে দাঁড়িয়েছি। এরই মধ্যে বিতরণ করা হয়েছে ৪০ লাখ কম্বল। এ ছাড়া প্রতিটি জেলায় আপদকালীন তহবিল হিসেবে ১০ লাখ করে টাকা দেওয়া হয়েছে। শিশুদের শীতবস্ত্রের জন্য দুই লাখ ও শিশুখাদ্যের জন্য এক লাখ করে টাকা দেওয়া হয়েছে। দেশের একটি মানুষ যাতে শীতে কষ্ট না পায় সেই পদক্ষেপ সরকার নিয়েছে।’
আজ শুক্রবার বিকেলে নীলফামারীতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ত্রাণ প্রতিমন্ত্রী।
পরে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসিন, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, সংসদ সদস্য রাবেয়া আলীমসহ জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সন্ধ্যার পরে সৈয়দপুরের কাদিখোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাড়ে ৮০০ শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।