শেকলে বাঁধা শিশুকে উদ্ধার, বাবা ও সৎমা আটক
আশুলিয়ায় শিকলে বেঁধে রাখা মানিক নামের সাত বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুকে তার বাবা ও সৎমা নির্যাতন করতেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার টেঙ্গুরী নির্মাণ টেক এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ওই শিশু বরিশালের মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা গ্রামের হানিফ মিয়ার ছেলে। সে তার বাবা ও সৎ মা সুমি আক্তারের সঙ্গে আশুলিয়ার টেঙ্গুরী নির্মাণ টেক এলাকার রিন্টু মিয়ার ভাড়া বাসায় বসবাস করত।
এলাকাবাসী জানায়, আশুলিয়ার টেঙ্গুরী নির্মাণ টেক এলাকার রিন্টু মিয়ার শ্রমিক কলোনির একটি কক্ষে কয়েক মাস ধরে শিশু মানিককে তার বাবা ও সৎমা লোহার শেকলে বেঁধে রেখে নির্যাতন করতেন। গতকাল সকালে শিশুটিকে নির্যাতন করা দেখে প্রতিবেশীরা এলাকার মাতবরদের জানায়।
নির্যাতিতা শিশুটি বলে, ‘আমার সৎমা ও বাবা আমাকে সব সময় শেকল দিয়ে বেঁধে রাখে। কোনো কথা বললে ঝুলিয়ে মাথা নিচের দিকে দিয়ে বাঁশ ও ঝাড়ু দিয়ে পেটায়। রেগে গলা চেপে ধরে।’
গতকাল গভীর রাতে স্থানীয়রা শিশুটির এ অবস্থার বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার এবং তার বাবা ও সৎমাকে থানায় নিয়ে আসে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, শিশু নির্যাতনের খবর শুনে ঘটনাস্থল থেকে ওই শিশুটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। নির্যাতনের ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।