শেখ কামালের জন্মদিনে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/05/sabok_lig_1.jpg)
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে তাঁর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় আবাহনীর মাঠে সংগঠনের সভাপতি কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। স্বাস্থ্যবিধি মেনে মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরাও এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/05/sabok_lig_2.jpg)
১৯৪৯ সালের এদিনে গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাত্রিতে ঘাতকের বুলেটে মাত্র ২৬ বছর বয়সে বাবা বঙ্গবন্ধুর সঙ্গে শাহাদাত বরণ করেন শেখ কামাল। এ সময় তিনি সমাজবিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষা দিচ্ছিলেন।
বাংলাদেশের রাজনীতিতে অন্যরকম একটা জোয়ার আনার চেষ্টা করেছিলেন শেখ কামাল। বিশেষ করে ছাত্ররাজনীতির গুণগত মানের পরিবর্তনের চেষ্টা ছিল তাঁর। ছিলেন উদ্যমী। সংস্কৃতি অঙ্গন থেকে খেলার মাঠ সর্বত্র তাঁর ছিল সমান দাপট।
দেশের নাট্য আন্দোলনের ক্ষেত্রে শেখ কামাল ছিলেন প্রথম সারির সংগঠক। ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতাও। অভিনেতা হিসেবেও ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যাঙ্গনের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেট বলসহ বিভিন্ন খেলাধুলায় উৎসাহী শেখ কামাল স্বাধীনতার পর আবির্ভূত হন ক্রীড়া সংগঠক হিসেবে। তিনি উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন ও আধুনিক ফুটবলের অগ্রদূত আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা।