শেরপুরে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, আহত ১০
শেরপুর জেলা সদরের কামারিয়া ইউনিয়নের ডোবারচর বাজারে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ শটগানের গুলি ছুড়েছে।
আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। বিকেল পর্যন্ত পরিস্থিতি থমথমে ছিল। বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেরপুর সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া জানান, ডোবারচর বাজারের ব্যবসায়ী লেবু ও চাঁন মিয়া মেম্বারের সঙ্গে একই এলাকার আ. রাজ্জাক, আসাদ, হাবিব প্রমুখের একটি সমিতি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে আ. রাজ্জাক গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডোবারচর বাজারে লেবু ও চানের দোকানে হামলা চালায়। হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেনের দোকানও ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘসময় ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। একপর্যায়ে মোবারক হোসেনের দোকানে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ এসে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সংঘর্ষে আহত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ আরও ছয়জনকে জখম অবস্থায় শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।