সকালে হুমকি দিয়ে রাতে কুপিয়ে হত্যার অভিযোগ
বরিশাল নগরীতে দীপু হালদার (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ডেভিড মিস্ত্রি কুডু নামের একজনকে আটক করা হয়েছে। এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত দীপু হালদার কাঠমিস্ত্রি ছিলেন। তিনি বাঘিয়া এলাকার রমেন্দ্রনাথ হালদারের ছেলে। এ ঘটনায় আটক ডেভিড মিস্ত্রি কুডুও আহত হয়েছেন। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় মাসুম আহম্মেদ ও সুশান্ত বিশ্বাস জানান, বাঘিয়া শ্রী শ্রী কালিমাতা মন্দির এলাকায় মাদকাসক্ত কুডু মিস্ত্রি গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় সুমনের চায়ের দোকানে যান। সেখানে গিয়ে অশ্লীল ভাষায় তাঁকে গালাগাল করতে থাকেন। এ সময় দীপু হালদার গালাগাল করতে নিষেধ করেন এবং চায়ের দোকান থেকে কুডুকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই সময় দীপু হালদারকে কোপানোর হুমকি দেন কুডু। এর জের ধরে গতকাল রাতে হঠাৎ করেই দীপুকে একা পেয়ে পেটে ছুরিকাঘাত করেন কুডু। এতে দীপুর পেট থেকে নাড়িভুড়ি বের হয়ে যায়। স্থানীয়রা ওই সময় কুডুকে ধরতে সক্ষম হন এবং থানায় সোপর্দ করেন। এর মধ্যে আহত দীপুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দীপু হালদারের ভাই সজল হালদার বলেন, ‘আমরা কিছুই জানি না। দ্রুত খবর পেয়ে দীপু দাদাকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে বলে দাবি তাঁর।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোফাজ্জেল আহম্মেদ বলেন, ‘পেটে ছুরিকাঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে দীপুর মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ময়নাতদন্তের পর মূল বিষয় জানা যাবে।’
বরিশাল এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সেলিম জানান, এ ঘটনায় মাদকসেবী কুডুকে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে। কুডুও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।