সরকারের কানে জনগণের আহাজারি পৌঁছায় না : গণফোরাম
গণফোরামের একাংশের চেয়ারম্যান মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, সরকারের কানে জনগণের আহাজারি পৌঁছায় না, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত না। আজ শনিবার (১১ মার্চ) দুপুরে আরামবাগে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণ ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দমনপীড়নের বিরুদ্ধে এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবিতে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মোহসীন মন্টু বলেন, ‘এই আওয়ামী লীগ সরকারের মতো বাংলাদেশের ইতিহাসে এতো লুটপাট কখনও হয়নি। সমগ্র জাতি এই সরকারকে নিয়ে এক মহাসংকটে আছে। সরকার অনির্বাচিত-অবৈধ এই সরকারের রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগের কোনো নৈতিক এখতিয়ার নেই। তারপরও সে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করছে।’
‘সমস্ত রিজার্ভ লুটপাট করে ধ্বংস করে ফেলেছে’ উল্লেখ করে মোহসীন মন্টু আরও বলেন, ‘এমন কোনো ব্যাংক নেই, যেখানে ঋণখেলাপি নেই। হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করেছে। সাধারণ মানুষ এখন ব্যাংকে টাকা রাখতে ভয় পায়।
গণফোরামের চেয়ারম্যান বলেন, ‘বিদ্যুৎ খাতের লুটপাটের উদাহরণ স্বরূপ বিশ্বের কুখ্যাত লুটেরা আদানির সঙ্গে বিদ্যুতের নামে অসম চুক্তির মাধ্যমে জনগণের টাকা তছরুপ করছে।’ তিনি অবিলম্বে আদানির সঙ্গে সব চুক্তি বাতিলের দাবি জানান।
মন্টু বলেন, ‘দেশে নিরব দুর্ভিক্ষ শুরু হয়েছে। এলিফ্যান্ট রোড, নিউমার্কেটসহ সারা দেশের ব্যবসায়ীরা বলছে—কোনো ব্যবসা নেই, সারা দিন বসে থেকে যে বিদ্যুৎ খরচ হয়, সেটিই ইনকাম করা যায় না। তবুও এই মহাদুর্নীতিবাজ বর্তমান সরকারের কর্ণকুহরে জনগণের আহাজারি পৌঁছায় না, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তাই এই গণদুশমন সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না।’
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী। বিশেষ অতিথি ছিলেন গণফোরাম সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন আবদুল হাসিব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, আইয়ুব খান ফারুক, মুহাম্মদ রওশন ইয়াজদানী প্রমুখ।