সরকারের প্রতি মানুষ অনাস্থা জানিয়ে দিয়েছে : দুলু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/12/17/ruhul-kuddus-taalukdaar-dulu.jpg)
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান সরকারের প্রতি মানুষ তাদের অনাস্থা জানিয়ে দিয়েছে। মানুষ আর এ সরকারকে দেখতে চায় না। আগামী ৩০ ডিসেম্বরের গণমিছিলের উদ্দেশ্য হবে এক দফার আন্দোলনকে বেগবান করা।
আজ শনিবার দুপুরে নাটোর শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে দলের সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘এ সরকারের প্রতি মানুষ অনাস্থা জানিয়ে দিয়েছে। ৩০ ডিসেম্বরের গণমিছিলের উদ্দেশ্য হবে একদফার আন্দোলন বেগবান করা। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার বারবার উসকানি দিয়েছে, ভয় দেখিয়েছে, প্রতিবন্ধকতা তৈরি করেছে। বিশেষ করে ঢাকা বিভাগীয় সমাবেশ বানচাল করতে ঢাকার পথে পথে প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামানো হয়েছে। দলের কেন্দ্রীয় কার্যালয় তছনছ করা হয়েছে, মহাসচিবসহ জাতীয় নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সব প্রতিকূলতা উপেক্ষা করে সফল সমাবেশ হয়েছে। মানুষ আর এ সরকারকে দেখতে চায় না।’
নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।