সাইবার ক্রাইম সম্পর্কে সতর্ক করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের সার্বিক উন্নয়নে যুবসমাজের আইসিটি সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত বেসিস সফটএক্সপো-২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান।
রাষ্ট্রপ্রধান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সূচনায় আমাদের বিপুল মেধাবী ও সম্ভাবনাময় তরুণ সমাজকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমাদেরও বিশ্বমানের সফটওয়ার ও সলিউশন্স উদ্ভাবনের কাজকে এগিয়ে নিতে হবে।
জাতীয় তথ্যপ্রযুক্তি নীতিমালাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নে একটি কার্যকর মাইলফলক উল্লেখ করে আবদুল হামিদ বলেন, আইসিটি নীতিমালা পরিপূর্ণভাবে বাস্তবাবায়ন করা সম্ভব হলে যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সফটওয়ার কোম্পানিগুলোর ব্যবসায় গতিশীলতা আসবে এবং তাদের ব্যবসায়িক ঝুঁকি কমবে।
‘বেসিস সফটএক্সপো ২০২০’-এর প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে এই এক্সপো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি মনে করি।’
তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে নতুন নতুন সফটওয়ারের উদ্ভাবন ও এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি হামিদ সাইবার ক্রাইম এ খাতের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন।
সাইবার ক্রাইম ও প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে রাষ্ট্রপ্রধান বলেন, ‘তথ্যপ্রযুক্তির ব্যবহার যেমন মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে এবং ঘরে বসেই বিভিন্ন সেবা পাচ্ছে তেমনি এর অপব্যবহারও মানুষকে দুশ্চিন্তায় ফেলেছে।’
রাষ্ট্রপতি বলেন, হ্যাকিং ও ক্রেডিট কার্ড জালিয়াতিসহ বিভিন্ন সাইবার ক্রাইম এ খাতের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। তাই অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনকে অগগ্রধিকার দিতে হবে।
রাষ্ট্রপতি তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবার কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের আইসিটি বিভাগ ২০২১ সালের মধ্যে দেশের তথ্য ও প্রযুক্তি খাতকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।