সাতক্ষীরায় আ.লীগনেতার স্ত্রী গ্রেপ্তার
সাতক্ষীরায় মুণ্ডা সম্প্রদায়ের একটি পরিবারের ওপর হামলার ঘটনায় বেবী পারভীন (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর কদমতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বেবী পারভীন স্থানীয় মুন্সীগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ গাজীর স্ত্রী।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, গত শনিবার মুণ্ডাদের জমি দখল করার উদ্দেশে তাদের ওপর হামলার অভিযোগে থানায় একটি মামলা করেন অসিত কুমার মুণ্ডা। সেই মামলায় ওই আওয়ামী লীগনেতার স্ত্রী, তাঁর দুই ছেলে রাজা ও খলিফাসহ পাঁচ জনকে আসামি করা হয়। আজ দুপুরে নিজ বাড়ি থেকে আওয়ামী লীগনেতার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার বাদী অসিত কুমার মুণ্ডা জানান, প্রায় ১৬ শতাংশ জমির দখল নিয়ে শনিবার রাতে আব্দুর রশিদের পরিবারের সদস্যরা তাঁর বাড়িতে হামলা করেন। এতে তাঁর পরিবারের ছয় সদস্য আহত হন। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন।