সাতক্ষীরায় ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের কুলসুম
‘তৃতীয় লিঙ্গের একজন নির্বাচিত সদস্য হিসেবে আমার হাতে সরকারের যেসব সামগ্রী ও অর্থ আসবে তা আমি সততার সঙ্গে সবার মধ্যে বিলি-বণ্টন করতে চাই। যে কদিন দায়িত্বে থাকব, চেষ্টা করব জনগণের সেবা দেওয়ার। আমার পরিষদে আমি জনগণের সমস্যা ও সমাধান নিয়ে কথা বলেই যাব।’
এভাবেই কথাগুলো বলছিলেন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের তৃতীয় লিঙ্গের কুলসুম খাতুন। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে চার হাজার ২০০ ভোট পেয়ে জয় লাভ করেন তিনি।
নিজের জয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কুলসুম বলেন, ‘আমি নারীদের সামাজিক সক্ষমতা বৃদ্ধি, নারীর স্বাস্থ্য সুরক্ষা, নারী ও শিশুর পুষ্টি ছাড়াও শিশুদের লেখাপড়ার ওপর গুরুত্ব দিতে চাই। আমি মাদক ও চোরাচালানমুক্ত এলাকা গড়তে চাই। এলাকার অবকাঠামো উন্নয়ন তো বটেই জলাবদ্ধতা দূরীকরণও আমার এজেন্ডার মধ্যে থাকবে। আমি নারী সমাজকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’
কুলসুম খাতুন বলেন, ‘জনগণ আমাদের ওপর আস্থা রাখেন তার প্রমাণ আমি একাই নই। কলারোয়া পৌর নির্বাচনে এবার নারী কোটায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের বীথি।’
এ সময় নিজ দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন কুলসুম।