সাতক্ষীরায় এ পর্যন্ত উপসর্গে ৫৬৫, করোনায় ৮৬ মৃত্যু
সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৫৬৫ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে করোনা শনাক্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছে ৮৬ জনের। জেলায় করোনা শনাক্ত হওয়ার পর থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত এই মৃত্যুর তথ্য জানা গেছে। এই হিসাবের সঙ্গে প্রতিদিনই যুক্ত হচ্ছে উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে নতুন নতুন মৃত্যুর সংখ্যা।
সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরও আটজন মারা গেছে। এদের মধ্যে তিনজন নারী ও পাঁচজন পুরুষ।
মৃতরা সাতক্ষীরা শহর, কালিগঞ্জ, কলারোয়া ও দেবহাটা উপজেলার বাসিন্দা। এর আগে গত দুদিনে করোনার উপসর্গ নিয়ে তিনজন করে মারা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১৯ জন। অবশিষ্ট ১৫৮ জন রোগী করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া এ সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি গেছেন আরও ২৮ জন।
আর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ের আটটি বেডে রয়েছেন আটজন করোনা রোগী।