সাতক্ষীরায় গৃহবধূ খুন ও মানসিক রোগীর আত্মহত্যা
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাতি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার এবং কালিগঞ্জের মৌতলায় চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালের দিকে এ দুটি ঘটনা ঘটে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, নিহত গৃহবধূ তাসলিমা খাতুন (৩৮) কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের আজিবর রহমানের স্ত্রী।
ওসি জানান, নানা কারণে তাসলিমার সঙ্গে তাঁর স্বামী আজিবরের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল সোমবার রাতে স্ত্রীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে চলে যান আজিবর। রাতে কোনো এক সময় তাঁকে হত্যা করে লাশটি ফেলে রেখে পালিয়ে যান তিনি।
ওসি আরও জানান, তাসলিমার মাথায় আঘাত ও রক্তের চিহ্ণ ছাড়া হাতে পায়ে নির্যাতনের দাগ রয়েছে। তাকে অনেকটাই বেআব্রু অবস্থায় দেবহাটার সুশীলগাতি স্কুলের কাছে একটি বাগানে ফেলে রেখে যায়। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে, সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলায় চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মোশাররফ হোসেন নামের এক ব্যক্তি। তিনি একজন মানসিক রোগী ছিলেন বলে জানিয়েছে তাঁর স্বজনরা। তিনি উপজেলার সোনাতলা গ্রামের বাসিন্দা।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আজ ভোরে ফজরের নামাজ পড়ে মোশাররফ হোসেন বাড়ির বাইরে এসে হঠাৎ করে একটি চলন্ত বাসের নিজে ঝাঁপ দেন। সেখানেই মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশও পাঠানো হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে।