সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশ, একজনের কারাদণ্ড
সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশ করায় একজনকে কারাদণ্ড ও একইসঙ্গে অর্থদণ্ড দিয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটায় শহরের ফুড অফিস মোড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান। অভিযানে মো. মফিজুর রহমান শিমুলকে (৩২) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোখলেসুর রহমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। এসময় ৬০ কেজি চিংড়ি জব্দ করে ব্যবসায়ী শিমুলকে সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোখলেসুর রহমান জানান, ফুড অফিস মোড়ের একটি পরিত্যক্ত ভবন ভাড়া নিয়ে চিংড়িতে জেলি ও রাসায়নিক পুশ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। সেখানে চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় হাতেনাতে মফিজুর রহমান শিমুল নামের ওই চিংড়ি ব্যবসায়ীকে আমরা আটক করতে সক্ষম হই।
এসময় ওই ভবন থেকে ৬০ কেজি পুশকরা চিংড়িসহ জেলি, ইনজেকশন, জেলি তৈরির পাউডার ও বিভিন্ন রাসায়নিকদ্রব্য জব্দ করা হয়।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানিয়েছেন, চিংড়িতে জেলি পুশের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪৩ ধারায় মফিজুর রহমান শিমুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত চিংড়ি মাটিতে পুতে নষ্ট করা হবে।