সাতক্ষীরায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
ঈদ পরবর্তী নিমন্ত্রণে মেহমানদের নিয়ে রান্নাবান্না ও খাওয়া দাওয়ার আনন্দঘন মুহূর্ত নিমেষেই বিষাদে রূপ নিল। বাড়ির পাশেই পুকুরে ডুবে পাঁচ বছর বয়সী দুই শিশু মুক্তামনি ও আলামিনের নিথর দেহ উঠোনে আনতেই কান্নার রোল পড়ে যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাথুয়ারডাঙ্গা গ্রামে। এই হৃদয়স্পর্শী ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত মুক্তামনির বাবার নাম মোশাররফ হোসেন মিস্ত্রী। অপরদিকে শিশু আলামিন শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের জয়নগর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে নাথুয়ারডাঙ্গা গ্রামের শাহীন হোসেন জানান, আলামিনের মা তাঁর ছেলেকে নিয়ে নিকটাত্মীয় মোশাররফের বাড়িতে আসেন। আজ দুপুরে আলামিন ও মোশাররফের মেয়ে মুক্তামনি একসঙ্গে খেলছিল। তারা পুকুরে নেমে পা ধুতে গেলে পড়ে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা অপর শিশুর বাড়ি ফিরে এলে ওই দুই শিশুর স্বজনরা তাঁকে খুঁজতে গিয়ে পুকুরে তাদের ভাসমান মরদেহ দেখতে পায়।
আজ সন্ধ্যায় মুক্তামনিকে নিজ বাড়িতে দাফন করা হলেও আলামিনকে শ্যামনগরের জয়নগরে গ্রামের বাড়িতে নেওয়া হয়।