ছেলেকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ গেল মায়েরও
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুইছড়ী ইউনিয়নের পণ্ডিতকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন স্থানীয় মোহাম্মদ বেলালের স্ত্রী মাশকুরা বেগম (২২) ও ছেলে বোরহান উদ্দীন (২)।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মা মাশকুরা বেগম তার ছেলেকে গোসল করাচ্ছিলেন। হঠাৎ ছেলে পিচ্ছিল খেয়ে পুকুরে পড়ে গেলে ছেলেকে বাঁচাতে সাঁতার না জানা মাশকুরা বেগমও পুকুরে ঝাঁপ দেন। এতে মা-ছেলে দুজনই পুকুরের পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ওসি কামাল উদ্দীন বলেন, ‘দক্ষিণ পুইছড়ির পণ্ডিতকাটা গ্রামে পুকুরের পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যুর সংবাদ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে। ঘটনাস্থলে থাকা বাঁশখালী থানায় উপপরিদর্শক (এসআই) এস আই মাহবুব বলেন, ‘এটা একটা নিছক দুর্ঘটনা বলে মনে হয়েছে। স্থানীয় লোকজনও তাই মনে করছে।’