সাতক্ষীরায় বিএনপির সাবেক সাংসদের গাড়িতে হামলা
আগামী ৩০ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় দুইবারের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের গাড়িতে হামলা হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে কলারোয়া বাজারের পূবালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
কলারোয়ার বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী শরিফুজ্জামান তুহিন অভিযোগ করে বলেন, ‘স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. আক্তারুল ইসলামের উপস্থিতিতে তাঁর সমর্থকরা সাবেক সাংসদের ওপর এ হামলা চালায়। তবে স্থানীয়দের প্রতিরোধের মুখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় গাড়িতে হাবিবুল ইসলাম হাবিব, তাঁর স্ত্রী অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, ছেলে জয়সী ও মেয়ে ছিলেন। তবে তারা অক্ষত আছেন। এ হামলায় নেতৃত্ব দেন ছাত্রদল কর্মী রাজন। তাঁর সঙ্গে ছিলেন সিরাজুল, রিগ্যান, সিগার, রিপন, ইশাসহ আরো ২০ থেকে ২৫ জন।
কেন্দ্রীয় বিএনপিনেতা হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীকের মেয়র পদপ্রার্থী শরিফুজ্জামান তুহিনকে সমর্থন দেওয়ায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির জানান, লিখিত এমন কোনো অভিযোগ না পেলেও ঘটনাটি শুনেছেন। বিএনপির একটা অংশের কর্মীরা এ হামলা চালায় বলে জানতে পেরেছি।’