সান্তাহার পৌরসভায় বিএনপির প্রার্থীর হ্যাটট্রিক বিজয়
বগুড়ার সান্তাহার পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম মন্টুকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন বিএনপির এ প্রার্থী।
আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল গণনা করা হয়। এখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। ফলে দ্রুত ফলাফল পাওয়া যায়।
নির্বাচনে তোফাজ্জল হোসেন ভুট্টু পেয়েছেন সাত হাজার ৮১৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু ভোট পেয়েছেন সাত হাজার ৩৯৭। অর্থাৎ ৪২২ ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন ভুট্টু।
সান্তাহারে মোট ভোটকেন্দ্র ১২টি। পুরুষ ভোটার ১২ হাজার ৫৪৮ এবং মহিলা ভোটার ১৩ হাজার ১২১। মোট ভোটার ২৫ হাজার ৬৬৯ জন।