সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম (৪২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আশুলিয়ার জিরাবো বাগানবাড়ি এলাকার নবী দেওয়ান নামের এক ব্যক্তির বাড়ির ছাদে গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত শাহ আলম পাবনার সুজানগর উপজেলার বাসিন্দা। তিনি আশুলিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার শাহ আলম বাগানবাড়ি এলাকার আব্দুল হালিম নামের এক ব্যক্তির বাসায় রাজমিস্ত্রীর কাজ করছিলেন। এর মধ্যে সন্ধ্যার দিকে কাজের জন্য বাঁশ প্রয়োজন হলে তিনি পাশের ভবনের নবী দেওয়ানের ছাদ থেকে নামানোর চেষ্টা করলে ছাদের ওপরে থাকা একটি বৈদ্যুতিক তারের স্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পিএমকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ফিরিয়ে দেয়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
শাহ আলম যাঁর মালিকানাধীন যাঁর বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করছিলেন তাঁর ছেলে জুবায়ের জানান, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে। আমরা মৃত শাহ আলমের পরিবারের সঙ্গে সমঝোতা করেছি।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জিয়াউল হক জানান, পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।