সাভার-আশুলিয়ায় দুদিনে ৬ মরদেহ উদ্ধার

সাভার ও আশুলিয়া থেকে দুই দিনে ছয় মরদেজ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। আজ মঙ্গলবার দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন সোমবার এক যুবক ও তিন নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, গতকাল রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় সবজি বিক্রেতা তৌহিদুল ইসলাম টিনের চালার ওপরে বিদ্যুতের লাইনে বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে আজ সকালে খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।
অপরদিকে, আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। তার মৃত্যুর বিষয়ে তদন্ত শুরু করছে পুলিশ।