সাম্প্রদায়িক সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত চায় পূজা উদযাপন পরিষদ
সাম্প্রদায়িক সহিংসতার প্রকৃত তথ্য উদঘাটনের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
আজ শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
ক্ষতিগ্রস্ত সব মন্দির, বাড়িঘর সরকারি খরচে পুননির্মাণ, গৃহহীনদের পুনর্বাসন, নিহতদের পরিবারকে সরকারি চাকরিতে নিয়োগসহ বেশ কিছু দাবিও তুলে ধরা হয়।
এ সময় সংগঠনের সভাপতি মলিন কান্তি দত্ত অভিযোগ করে বলেন, ‘পূজার আগে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল হামলার আশঙ্কা রয়েছে। তারপরেও নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে।’
হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে আস্থার সংকট দেখা দিয়েছে তা দূর করতে সরকারের স্পষ্ট বক্তব্য দাবি করে সভাপতি বলেন, ‘আমাদের আস্থার সংকট দেখা দিয়েছে। যারা চলে গেছেন এবং যারা আছেন- এরকম ঘটনা যদি ঘটতেই থাকে তাহলে তো আমরা পরিষ্কার বলে দিয়েছি, আমাদের এখানে আস্থার যে সংকট তৈরি হয়েছে তাতে করে তারাই কতদিন থাকতে পারবে তা ভবিতব্যই জানে। তাদের রাখার দায়িত্ব হলো রাষ্ট্রের।’
সংগঠনের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, ‘দলমতের ঊর্ধ্বে উঠে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে হবে। সাম্প্রদায়িক সহিংসতার প্রকৃত তথ্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।’