সারা দেশে চলছে গণটিকাদান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/28/vaccine-thumb.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এবং নিয়মিত টিকাদান কর্মসূচিসহ আজ মঙ্গলবার সারা দেশে ৮০ লাখ ডোজ করোনার টিকা দেওয়া হচ্ছে। আজ সকাল ৯টা থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত রোববার জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিনটি স্মরণীয় করে রাখতে সারা দেশের ছয় হাজারের বেশি কেন্দ্রে টিকা দেওয়া হবে। সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। তৃণমূল পর্যায়ের মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়ার জন্য এ টার্গেট নেওয়া হয়েছে।’
এদিকে রাজধানীর সবুজবাগের আহমেদবাগ নগর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জানা গেছে, এই কেন্দ্রে মোট ৫০০ জনকে টিকা দেওয়া হবে। মূলত যারা টিকার জন্য আগে নিবন্ধন করেছেন কিন্তু ফোনে বার্তা পাননি, তাঁদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের স্বাক্ষর সম্বলিত নিবন্ধন নিয়ে তাঁদের কেন্দ্রে আসতে বলা হচ্ছে। এদিকে, আশপাশের আরও কয়েকটি কেন্দ্রে ৩০০ থেকে ৫০০ জনকে টিকা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
রাজশাহী থেকে শ. ম সাজু : রাজশাহীতে দেড় লাখ মানুষকে আজ টিকা দেওয়া হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন জানিয়েছেন, রাজশাহীর নয়টি উপজেলার ৭২টি কেন্দ্রে একযোগে টিকা দেওয়া হচ্ছে। এর বাইরে রাজশাহী নগরের ৩০টি ওয়ার্ডের ৮৪টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।
এদিকে, রাজশাহীর বেশ কয়েকটি টিকাকেন্দ্র ঘুরে এখন পর্যন্ত উপস্থিতি কম দেখা গেছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/09/28/vaccine-rajshahi.jpg 687w)
টাঙ্গাইল থেকে মহব্বত হোসেন : টাঙ্গাইলের ১৪৫টি কেন্দ্রে এক লাখ ৬০ হাজার মানুষকে টিকা দেওয়া হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলার স্বাস্থ্য বিভাগ। আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল পৌর উদ্যান কেন্দ্রে এই গণটিকাদান কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) ড. মো. আতাউল গনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মো. আবুল ফজল সাহাবুদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
সিভিল সার্জন ডা. মো. আবুল ফজল সাহাবুদ্দিন বলেন, জেলার ১২১টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার মোট ১৪৫টি কেন্দ্রে একযোগে এই টিকা কার্যক্রম চলছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/09/28/vaccine-tangail.jpg 687w)
নাটোর থেকে হালিম খান : নাটোরের ৫২টি ইউনিয়ন ও সদর পৌরসভার নয়টি ওয়ার্ডে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে একযোগে শুরু হয় এ টিকা কার্যক্রম।
আজ জেলার ৬২ হাজার মানুষকে করোনার টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। জনসংখ্যা অনুপাতে প্রতিটি কেন্দ্রে এক হাজার ২০০ থেকে দেড় হাজার জনকে টিকা দেওয়া হবে।
সকালে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিসি শামীম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/28/vaccine-natore.jpg)
জয়পুরহাট থেকে শাহজাহান সিরাজ মিঠু : জয়পুরহাটে আজ ৭০ হাজার ৫০০ জনকে করোনার টিকা দেওয়া হবে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলার ৩২টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভার ৪৫টি ওয়ার্ডের মোট ৭৭টি কেন্দ্রে এ টিকা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। জেলার ৩৮৫ জন স্বেচ্ছাসেবী ও টিকাদানকর্মী এ কাজে নিয়োজিত রয়েছেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম।