সাড়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁর ধামইরহাটে সাড়ে ৬ কেজি গাঁজাসহ হামিদুল ইসলাম (৫৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ সোমবার (১০ এপ্রিল) দুপুরে ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া হামিদুল ইসলামের বাড়ি জাহানপুর ইউনিয়নের বিকন্দখাস গ্রামে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, পুলিশের কাছে সংবাদ ছিল হামিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে তাঁর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাড়ে ৬ কেজি গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় রবিউল ইসলাম নামে অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যান।
ওসি আরও জানান, তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।